বাংলাদেশের ৪৯০টি উপজেলার মত তথ্য আপা প্রকল্পের আওতায় বাগাতিপাড়া উপজেলাতেও তথ্য কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে।তথ্যকেন্দ্রে ১জন তথ্যসেবা কর্মকর্তা ও ২জন তথ্যসেবা সহকারী তথ্য্ সেবা প্রদানের জন্য নিয়োজিত আছে। এরাই প্রকল্পের তথ্যআপা নামে পরিচিত।তথ্যআপারা তক্থ্যকেন্দ্রে ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ,বিভিন্ন বিশেষঙ্গদের মতামত গ্র্রহণ,প্রাথমিক স্বাস্থ্যসেবা,উপজেলার সরকারী সেবাসমূহের সহজলভ্যতা নিশ্চিতকরা,ভিডিও কনফারেন্স,ই-লার্নিং,ই-কর্মাস ইত্যাদি কার্যক্রম সম্পন্ন করেন।এছারা তথ্যআপারা ল্যাপটপ ব্যবহারের মাধ্যমে প্রকল্প এলাকায গ্রামবাসীর বাড়িতে গিয়ে শিক্ষা ,স্বাস্থ্য, আইন,ব্যবসা,জেন্ডার এবং কৃষি বিষয়ক বিভিন্ন তথ্য প্রদান করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস